সুজন হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহে র্যাবের অভিযানে সদর উপজেলার নলডাঙ্গা বাজার এলাকা থেকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামীসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে।
ঝিনাইদহ র্যাব-৬ সূত্রে জানা গেছে গত (৪মে-২২) তারিখ ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা বাজার এলাকায় সামাজিকতা ও রাজনৈতিক মতবিরোধকে কেন্দ্র করে প্রধান আসামী আশাদুল ইসলাম এবং তার সহযোগীরা বাদী পক্ষের লোকজনদের উপর প্রকাশ্যে দিবালকে দেশীয় তৈরী অস্ত্র শস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম সহ হত্যার চেষ্টা করে। এ বিষয়ে ভিকটিম গত (৩০মে-২২) তারিখে ঝিনাইদহ সদর একটি মামলা দায়ের করে।
এ ঘটনায় ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি দল তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গত (৫জুন-২২) তারিখে রাত সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল নলডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা চেষ্টাকারী মামলার এজাহারে অভিযুক্ত প্রধান পলাতক আসামীসহ ৫জনকে গ্রেফতার করা হয়।
এরা হলো- ১। আশাদুল ইসলাম (৪৮), ২। ওবায়দুর রহমান (৩৬), ৩। জাহিদুল ইসলাম (৪১) পিতা-মৃত নজের আলী, ৪। হাফিজুর রহমান (৪৪), পিতা-আমির আলী, ৫। দোস্তর আলী (৬০), পিতা- মৃত ইউসুফ খাঁ, এরা সবাই ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ্বর গ্রামের বাসিন্দা গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।







