ঝিনাইদহের কোটচাদপুর পৌরসভার টোল আদায় করাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে ডাবল মার্ডার মামলার এক আসামিকে আটক করেছে র্যাব-৬ যশোরের একটি আভিযানিক দল। আটক আশরাফুল ইসলাম কোটচাদপুর সলেমানপুর তেতুলতলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
রোববার গভীর রাতে র্যাবের একটি টিম নিজ এলাকা থেকে আশরাফুলকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেঃ নাজিউর রহমান।
সূত্র জানায়, গত ১৪ এপ্রিল ঝিনাইদহের কোটচাদপুর পৌরসভার টোল আদায় করাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, শহরের আখ সেন্টার পাড়ার সলেমানপুরের নজিরের ছেলে সাব্বির ওরফে জীবন এবং এলাঙ্গী গ্রামের বাবু তালেবের ছেলে আক্তার সরদার। এ ঘটনায় অন্তত নয়জন আহত হন। এরপর কোটচাদপুর থানায় মামলা হয়। আটক আশরাফুল ওই মামলার দুই নাম্বার আসামি । তিনি দির্ঘদিন পলাতক ছিলেন। র্যাবের কাছে খবর আসে আশরাফুল ওই এলাকায় অবস্থান করছে। তারই প্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে আশরাফুলকে আটক করে। পরে আশরাফুলকে কোটচাদপুর থানায় হস্তান্তর করা হয়।
রাতদিন সংবাদ







