Saturday, December 6, 2025

কালীগঞ্জে বিকশিত নারী শিক্ষা বৃত্তি প্রদান

সুজন হোসেন,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ “ওঠো,জাগো,শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যত” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বিকশিত নারী শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় বলিদাপাড়াস্থ সুনিকেতন সেমিনার কক্ষে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে কালীগঞ্জ উপজেলার স্কুল ও কলেজ পর্যায়ের ৫০ জন মেয়েকে এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, বীর মুক্তিযোদ্ধা ও প্রকৃতি মেডিকপস্ হাসপাতালের সহসভাপতি বাবু প্রভাত ব্যানার্জী, প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্কুল পযায়ের ২০জন ছাত্রীকে জনপ্রতি ১২০০ টাকা এবং কলেজ পর্যায়ের ৩০জন ছাত্রীকে ১৫০০ টাকা করে প্রদান করা হয়।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর