Saturday, December 6, 2025

ঝিনাইদহে জোড়া হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ঝিনাইদহে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার  দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ দন্ডাদেশ প্রদান করেন।মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের শরিফুল ইসলাম ও মাসুমকে পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে ও জবাই করে হত্যা করে আসামিরা। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী আফরোজা খাতুন অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০১১ সালের ৩০ নভেম্বর নয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামি আমিরুল ইসলাম, লিয়াকত আলী, আলতাব মেম্বার ও ফারুক ওরফে বাদলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন আদালত। এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেন আদালত। দন্ডপ্রাপ্ত ফারুক হোসেন ওরফে বাদল পলাতক রয়েছে।
অনলাইন ডেস্ক
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর