Saturday, December 6, 2025

ঝিনাইদহে জোড়া খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হোসাইন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হরিনাকুন্ডু উপজেলার আমিরুল ইসলাম, লিয়াকত আলী, আলতাব মেম্বর ও ফারুক ওরফে বাদল। তাদের মধ্যে ফারুক পলাতক।

মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের শরিফুল ইসলাম ও মাসুমকে রামচন্দ্রপুর মহাশ্মশান মরাগাং এলাকায় কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহত একজনের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০১১ সালের ৩০ নভেম্বর ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার মামলার চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলার বাকি পাঁচ আসামিকে খালাস দেয়া হয়েছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর