মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠন উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল ১০টায় উপজেলা প্রশাসনেরউদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আালম মিলন। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম.এমদাদুল হক, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান প্রমুখ।
পরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আমিরুল আালম মিলনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল মোরেলগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অপরদিকে, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসের নেতৃত্বে সকাল সাগে ১০ টায় কলেজ ক্যাম্পাসের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।







