Saturday, December 6, 2025

সিঁদ কেটে ঘরে ঢুকে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে ধর্ষণ, প্রধান পরিকল্পনাকারী আটক

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্বামী-সন্তানকে বেঁধে রেখে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়াজ সিকদার (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে খুলনার র‌্যাব-৬ এর সদস্যরা।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার বাগমারা খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়। রিয়াজ সিকদার মোড়েলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্শি-বাওয়াা গ্রামের বাসিন্দা। এর আগে সকালে পুলিশ রাব্বি নামে অপর একজনকে সন্দেহজনক আটক করে। এই নিয়ে ওই নারীকে ধর্ষণের ঘটনায় দুইজনকে আটক করা হলো।

এর আগে, মঙ্গলবার গভীর রাতে জেলার মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর জিলবুনিয়া গ্রামে সিঁদ কেটে ঘরে ঢুকে স্বামী সন্তানকে বেঁধে রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করে দুর্বৃত্তরা।

খুলনা র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার আল আসাদ মাহফুজুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে বলেন, মোড়েলগঞ্জের উত্তর জিলবুনিয়া গ্রামের গৃহবধূ ধর্ষণের ঘটনার পর র‌্যাব সদস্যরা জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করে এবং ধর্ষণের ঘটনার প্রধান পরিকল্পনাকারী রিয়াজকে শনাক্ত করতে সক্ষম হই। রিয়াজ ঘটনার পর এলাকায় আত্মগোপনে চলে যায়। বৃহস্পতিবার তিনি এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বাগেরহাটের কচুয়া উপজেলার বাগমারা খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়। তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।

বাকীদের বিষয়ে জানতে রিয়াজকে জিজ্ঞাসাবাদ করা হবে জানান কোম্পানি কমান্ডার আল আসাদ মাহফুজুল ইসলাম।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর