Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী,  মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (০২ মার্চ) দুপুর ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ  অতিথি  ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  মোঃ  লিয়াকত আলী খান।

বীর মুক্তিযোদ্ধা এম, আজিজের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার খান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।

এসময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলা  ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, মুক্তিযোদ্ধা সন্তান হাসিবুল মোঃ জাহিদ প্রমুখ। আলোচনা  শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর