Saturday, December 6, 2025

ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

যশোর র‌্যাব-৬ এর অভিযানে ৬৫০ বােতল ফেন্সিডিলসহ নাজিম উদ্দিন (৫২) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

রোববার রাত সাতটার দিকে ঝিনাইদহ জেলার সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে ডে-নাইট হোটেলের সামনে অভিযান চালিয়ে যশোর র‌্যাবের সদস্যরা এই বিপুল পরিমাণে ফেনসিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক মাদক ব্যবসায়ী নাজিম উদ্দিন ঢাকার গাজীপুর জেলার পুবাইল থানার পুবাইল গ্রামের মান্নান মিয়া ওরফে মসজিদ মিয়ার ছেলে। এসময়ে র‌্যাব সদস্যরা ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করেন।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম  নাজিউর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদক ব্যবসায়ী নাজিম উদ্দিন চুয়াডাঙ্গা এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে ফেনসিডিল বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। খবর পেয়ে ফোর্স নিয়ে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার ডে-নাইট হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আসামীকে মাদক আইনে মামলা দিয়ে ঝিনাইদহ আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

রাতদিন সংবাদ

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর