Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে সরকারি এস এম কলেজে বি.পি দিবস পালিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে, ২২ শে ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১১ টার দিকে  সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ প্রাঙ্গনে বি পি দিবস পালন করা হয়েছে।
রোভার গ্রুপের সম্পাদক, সহকারি অধ্যাপক মোঃ জাকির হোসেন এ.এল.টি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রুপের সভাপতি  সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ এমদাদুল হক, যুগ্ম সম্পাদক-মোঃ জসিম উদ্দিন হাওলাদার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান-প্রবীর কুমার নাথ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, রোভার নেতা- মোঃ মনিরুল ইসলাম। রোভার নেতা মোঃ আব্দুল ওয়াদুদ এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মোঃ আফজাল ফারুক, যুগ্ম-সম্পাদক মোঃ নুরুল আমিন শেখ, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান-মোঃ শহিদুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান-মোঃ বখতিয়ার হোসেন, প্রভাষক বিনয় ভূষন রায়, অর্থনীতি বিভাগের-প্রভাষক গোবিন্দ মল্লিক, পদার্থ বিজ্ঞান বিভাগের-প্রভাষক শিল্পী রাণী সাহা প্রমুখ।
সভায় বি.পি দিবসে কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস স্যার এবং এ.এল.টি সন্মাননা পাওয়ায় মোঃ জাকির হোসেন রিয়াজ কে সন্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে প্রথম-আব্দুল্লাহ, দ্বিতীয়-হাসিবুল সিফাত ও তৃতীয়-সাইফুল্লাহ কে পুরস্কৃত করা হয়।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর