Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে মাদক সেবনের দায়ে এক ব্যবসায়ীর জেল জরিমানা           

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ  মোরেলগঞ্জে আজ সোমবার  ২১ ফেব্রুয়ারি  দুপুরের দিকে  মোরেলগঞ্জ পৌরসভার বিভিন্ন  এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোরেলগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড সাবরেজিস্টার অফিস মোড় এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় স্থানীয় নাগরিকদের উপস্থিতিতে  ফয়সাল হোসেন (২২) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করা এবং সেবনের উদ্দেশ্যে মাদক সংরক্ষণ করার অপরাধে দুই শত টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান জানিয়েছেন এসময় মোরেলগঞ্জ থানার একটি দল মোবাইল কোর্টে অংশ নেন।
মোরেলগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার জানিয়েছেন, জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর