Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে অবৈধভাবে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১১১ নং পশ্চিম চিপা বারইখালী মৌজার জমি জোর পূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে।  শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের ফজলুর রহমান গাজীর পক্ষে তার ছেলে ফায়জুর রহমান সুজন উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  প্রতিবেশী কর্তৃক জমি দখলের অভিযোগ  করেন।  সংবাদ সম্মেলনে অসুস্থ পিতা গাজী ফজলুর রহমান স্বাক্ষরিত এক লিখিত বক্তব্য পাঠ করে শোনান ফাইজুর রহমান।

 
এতে বলা হয় ফজলুর রহমান গাজী ১১১ নং পশ্চিম  চিপা বারইখালী মৌজার এস এ ৫৩৯, ১১৮,১২০ ও ১৪২ এ ৪ টি খতিয়ানের রেকর্ড সূত্রে মোট ৩ একর ৯৮ শতাংশ জমির মালিক থাকেন। তিনি একই এলাকার ভোলানাথ চন্দ্রকে ২৯২৩/৯৫ এবং গত ৯/১১/৯৮ তারিখের ২ টি  সাফ কবলা দলিল মূলে মোট ১ একর ৫৯ শতাংশ  এবং ওই এলাকার খলিফা আব্দুল লতিফকে ২৫৮৮/৯৮ সাফ কবলা দলিল মূলে ১ একর ৪২ শতাংশ  মোট ৩ একর ১ শতাংশ জমি হস্তান্তর করেন। ফলে ফজলুর রহমান গাজীর ৯৭ শতাংশ  জমি অবশিষ্ট  থাকে। কিন্ত খলিফা আব্দুল লতিফ গং জমির মালিক ফজলুর রহমান গাজীর দীর্ঘ অসুস্থতা ও বড় ছেলে ফায়জুর রহমানের প্রবাসে থাকার সুযোগে মানুষকে ভুল বুঝিয়ে তার অবশিষ্ট  জমিও ভোগ দখলের পাঁয়তারা করে আসছে। উপরন্তু স্থানীয় শালিস বৈঠককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিথ্যা মামলা করে হয়রানি করছে বলেও বক্তব্যে উল্লেখ করা  হয়।
সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দারা অনেকেই জানান, আব্দুল লতিফ তার ক্রীত জমি অপেক্ষা অবৈধভাবে বেশি ভোগদখল করেন।
এ বিষয়ে অভিযুক্ত খলিফা আব্দুল লতিফের কাছে জানতে চাইলে তিনি  বলেন, আমি দীর্ঘদিন  ধরে এ জমি ভোগদখলে আছি।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর