মোরেলগঞ্জে( বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি এস. এম. কলেজের সহকারি অধ্যাপক ও বাগেরহাট জেলা রোভারের যুগ্ম সম্পাদক মোঃ জাকির হোসেন রিয়াজ বাংলাদেশ স্কাউটস এর এ.এল.টি হিসেবে নিয়োগ ও সম্মানীয় পেলেন।
বাংলাদেশ স্কাউটস এর স্মারক নং-বাঃস্কাঃ(প্রশিঃ ৬১৬) ১৬৬৬/(৬০)/২০২২ মোতাবেক বাংলাদেশ স্কাউটস এর উপ পরিচালক (প্রশিক্ষণ) ফারুক আহম্মদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। ইতিপূর্বে তিনি ২০১৯ সালের ক্রু মিটিং এর পুরস্কার গ্রহণ, ২০১৮ ও ২০১৯ জেলা ও উপজেলার শ্রেষ্ঠ রোভার লিডার নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ন্যাশনাল এ্যাওয়ার্ড,মেডেল অব মেরিট,বার- টু -দি মেডেল অব মেরিট ও সিএনসি এ্যাওয়ার্ড অর্জন করেছেন। তিনি এ অর্জনকে জীবনের একটি সেরা ও শ্রেস্ট অর্জন বলে অভিহিত করেছেন। এ বিষয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা কমিশনার প্রফেসর সেখ বুলবুল কবীর স্যার, সম্পাদক আঃ আউয়াল স্যার,খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি প্রফেসর শহীদুল ইসলাম স্যার, ডিআরসি ট্রেনিং শিকদার রুহুল আমিন স্যার এর প্রতি।
বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় কমিশনার( প্রশিক্ষন) জনাব আমিমুল এহসান খান, ,ও জাতীয় উপ কমিশনার (প্রশিক্ষন) জনাব মোঃ আরিফুজ্জামান, জনাব উত্তম কুমার হাজরা, এবং পি এস টি ট্রেইনার জনাব মোঃ মিজানুর রহমান স্যারের প্রতি।







