Saturday, December 6, 2025

পশুর নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

বাগেরহাট, প্রতিনিধিঃ পশুর নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার আটদিন পর বাগেরহাটের মোংলা উপজেলায় বিধান হালদার (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিধান হালদার মোংলা উপজেলার হলদিবুনিয়ার গ্রামের দাসেরখণ্ড এলাকার বাসিন্দা।
রোববার সকালে মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকা সংলগ্ন পশুর নদীর চরে মরদেহটি পাওয়া যায়।মরদেহটি বিধানের বলে শনাক্ত করেছেন তার স্বজনরা।

গত ২৮ জানুয়ারি রাতে নৌকায় করে স্থানীয় কালিকাবাড়ী এলাকার বিপ্রো পোদ্দারকে সঙ্গে নিয়ে পশুর নদীতে মাছ ধরতে গিয়েছিলেন বিধান। শনিবার ভোরে তলা ফুটো হয়ে তাদের নৌকা ডুবে যায়। এসময় বিপ্রো পোদ্দার সাঁতরে সুন্দরবনে উঠতে পারলেও বিধান ডুবে যান।

বেঁচে ফেরা জেলে বিপ্রো পোদ্দার বলেন, নৌকা ডুবে গেলে ককশিটের দুই অংশ নিয়ে কুলে আসার জন্য সাঁতার শুরু করি দু’জনই। সাঁতরে বেশ কিছু দূর একসঙ্গেই আসি। এরপর বিধান আমার পেছনে পড়ে যায়। আমি কূলে এসে বন্যপ্রাণীর ভয়ে গাছে উঠে থাকি। কিন্তু বিধান আর ফিরে আসেনি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে আমরা বিভিন্নভাবে বিধানকে খুঁজেছি, কিন্তু পাইনি। রোববার সকালে জয়মনির ঘোল এলাকা সংলগ্ন পশুর নদীর চরে তার মরদেহ পাওয়া যায়।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর