মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে কোভিড১৯ প্রতিরোধের লক্ষ্যে মোরেলগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বুধবার বিকেলে স্থানীয় পুরাতন থানা রোড সংলগ্ন ইসলামী পাঠাগার কার্যালয়ে ধর্মীয় নেতাদের নিয়ে ওরিয়েন্টেশন ও লিফলেট বিতরণ করা হয়েছে।উপস্থিত ইমাম প্রতিনিধিগনের আলোচনায় সকলে ব্যাপক প্রচারের জন্য উপজেলার প্রতিটি মসজিদে জুমার নামাজের সময় কোভিড ১৯ প্রতিরোধ বিষয়ক আলোচনা করার জন্য সকলে একমত পোষন করেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ এর চ্যানেল অব হোপ কমিটির সভাপতি মাওলানা আব্দুল হাই, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার মো: নিজাম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন সদস্য মো:আবুল হাসানসহ উপজেেলার বিভিন্ন ইউনিয়ন মসজিদের ইমামগন।ওরিয়েন্টেশন সেশন শেষে কোভিড প্রতিরোধ প্রচারনার অংশ হিসেবে ইমামগন সাধারণ জনসাধারনের মাঝে স্বাস্থ্যবিধি সচেতনতা বৃদ্ধি করা এবং নিয়মিত হাতধোয়া ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরন করেন এবং মাস্ক পরিধানসহ টিকা গ্রহণের বিষয় জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আহ্বান করা হয়।
মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে করোনা প্রতিরোধে লিফলেট বিতরন

আরো পড়ুন






