Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে দুই ছাত্রসহ সাত ব্যবসায়িকে জরিমানা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রকাশ্যে গজা সেবনের দায়ে দুই ছাত্রের ৫ শ’ টাকা করে জরিমানা ও সাতদিন করে কারা কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
এরা হল, কলেজ ছাত্র বিপ্রজিৎ সাহা (১৮) এবং মোঃ সাব্বির হোসেন (২০)। পাটজাত মোড়ক ব্যবহার না করায় মোরেলগঞ্জ পৌর বাজারের সদরের ৭ ব্যবসায়ী এদের সকলকে পাটজাত পণ্যে মোড়ক ব্যবহার না করার বাধ্যতামূলক অপরাধের আওতায়,অপরাধ  আইন ২০১০ অনুসারে ২১ ব্যবহার হাজার টাকা  অর্থদন্ড করা হয়।
(১৫ জানুয়ারি) শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করেন। অর্থদন্ড প্রাপ্তরা হলেন, বিসমিল্লাহ পোল্টি ও ফিস ফিড ব্যবসায়ী শহিদুল ইসলাম, জয়গুরু ভান্ডারের বিমল কৃষ্ণ রায়, কার্তিক ষ্টোরের কার্তিক দে, সাজু ভান্ডারের সমীর সাহা, ভাই ভাই ভান্ডারের বাসুদেব সাহা, গৌতম ষ্টোরের গৌতম সাহা, নাসির ষ্টোরের নাসির শেখ।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর