Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার  উদ্বোধন

মোরেলগঞ্জ ( বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুর হয়েছ। (১১ জানুয়ারি)  মঙ্গলবার ১২ টার দিকে মোরেলগঞ্জ এ সি লাহা পাইলট হাইস্কুল এর হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক জাকির হোসেন রিয়াজের সঞ্চালনায় সহকারী কমিশনার ( ভূমি) আলী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শাহ-ই আলম বাচ্চু।
এসময় বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিম ছবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বাকী বিল্লাহ,উপজেলা আইসিটি কর্মকর্তা এিদীপ দাস, ও ড.আশফাক আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেেলার কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের সমন্বয়ে ৩টি কলেজ ২২টি মাধ্যমিক বিদ্যালয় ১টি বিশেষ গ্রুপ /উন্মুক্তসহ এবারের মেলায় সর্বমোট ২৬টি স্টল অংশগ্রহণ করেন।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর