Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে এস.আই ক্যাডেট একাডেমি’র নবীন বরণ অনুষ্ঠান 

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার এস.আই ক্যাডেট একাডেমি’র  শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানান আয়োজনে মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নবীন বরন ।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানের পরিচালক  রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি, মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এস.এম মনিরুল হক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোরেলগঞ্জ পৌরসভার কাউন্সিলর নান্না শেখ,  ওয়ালিউর রহমান সুজন, ইউনুস আলি সরদার ও মোরেলগঞ্জ উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক কে, এম, শহিদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে এবং কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানিয়ে সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গড়াতে হবে।
নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি অভিবাবক ও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালকসহ শিক্ষক বৃন্দ।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর