Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৩৫ তম ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৩৫তম ব্যাচের  উদ্বোধন করা হয়েছে। বুধবার  দুপুরে মহিলা কৃষি ইনস্টিটিউট ভবনে বাগেরহাট-৪ ( মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক ও ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অফিসার ইনচার্জ ড. মোখলেছুর রহমান।
৩৫ তম এই ব্যাচে কম্পিউটার প্রশিক্ষণ, ড্রেস মেকিং ও বিউটিফিকেশন ট্রেডে ১০০ জন আবাসিক নারী প্রশিক্ষণার্থী রয়েছেন। একই অনুষ্ঠানে ৩৪ তম ব্যাচের ৬০ জনের মাঝে সনদ ও ভাতার টাকা বিতরণ করা হয়।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর