Saturday, December 6, 2025

বাগেরহাটে মাদক উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা, এসআইসহ আহত ৩

বাগেরহাট, প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা হয়েছে। হামলায় সদর মডেল থানার এসআই মামুন, এএসআই কবির হোসেন ও কনস্টেবল ইসরাফিল আহত হয়েছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ গিয়ে মাদক বিক্রেতাসহ ৩ জনকে আটক করে এবং আধা কেজি গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ হকিস্টিক ও লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানা পুলিশ বাদী হয়ে পৃথকভাবে ২টি মামলা রেকর্ড করেছে। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, বাগেরহাট সদর মডেল থানার এসআই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযানে যায় এবং গাঁজা ও ইয়াাঁসহ এলাকার মিজান সেখের স্ত্রী চম্পা আক্তার (২৫), একই এলাকার আলিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম বুদোই (৩৯) ও নজরুল শেখের ছেলে শহীদুল সেখকে আটক করা হয়। এ সময় এলাকার মাদক ব্যবসায় জড়িত একটি চক্র একজোট হয়ে লাঠি সোটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং আটককৃতদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ৩ জন পুলিশ সদস্য আহত হয়। এ খবর পেয়ে থানা থেকে আরো পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আটকৃতদের নিয়ে থানায় আসে।

মামলার বাদী এসআই মামুন জানান, নিয়মিত ডিউটির অংশ হিসাবে আমরা ওই এলাকায় যায় এবং গোপন খবর আসে কান্দাপাড়া এলাকার জনৈক আবুল হোসেনের বাড়ির পিছনে খালের পাড়ে মাদকের বেচা-কেনা হচ্ছে। খবর মতে, মাদকসহ ৩ জনকে আটকের পর স্থানীয়রা জড়ো হয়ে আমাদের ওপর আক্রমণ করে। এ খবর পেয়ে সদর থেকে আরো পুলিশ সদস্য গিয়ে আমাদের উদ্ধার করে এবং আটককৃতদের নিয়ে থানায় আসে।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে স্বাধীন আলোকে বলেন, আধা কেজি গাঁজা ও কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এ ঘটনায় একটি এবং পুলিশের ওপর হামলায় কর্তব্যকাজে বাধাদানের অভিযোগে অপর একটি মামলা হয়েছে। পৃথক ২টি মামলায় ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২৫/জন কে আসামি করা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর