এইচএম শহিদুল ইসলাম ,বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেখ হেলাল উদ্দিন পৌর গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের -২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে । রবিবার ( ২৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে ১৬ দলীয় এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক পিপিএম ।মোরেলগঞ্জ পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদারের পৃষ্ঠপোষকতায় এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টি-২০ ক্রিকেট টুনামেন্টের বর্ণিল এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর আলম, অতিরিক্ত মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভীন , থানা অফিসার ইন চার্জ ইকবাল বাহার চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, সাবেক সচিব রনজিৎ কুমার ঘরাই, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, আফরোজা আকতার লিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেক হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার সহ পৌর কাউন্সিলরবৃন্দ।
মোরেলগঞ্জে শেখ হেলাল উদ্দিন পৌর গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

আরো পড়ুন






