Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশন এর ৫০ বছর পূর্তি উদযাপন

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক বেসরকারি সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় মোরেলগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এপি আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস।
ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এপির প্রোগ্রাম অফিসার নিজামউদ্দিন এর সঞ্চালনায়
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা,খাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইমাম সমিতির নেতৃবৃন্দসহ ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে মোরেলগঞ্জে সিডর পরবর্তী এক যুগের অধিক কাল ধরে শিশু স্বাস্থ্য , শিশু শিক্ষা, দারিদ্র্য জনগোষ্ঠী জীবন-জীবিকায়ন সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রমের  প্রশংসা করেন ।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর