বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী পালিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর সূর্যোদ্বয়ের সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ মাঠে কবুতর পায়রা উড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লীয়াকত আলী খান। এসময় উপজেলা পরিযদ চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু,উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম ও থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী। মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এ অনুষ্ঠানে যোগদান করে।
দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিন নানা কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে,উপজেেলা মুক্তিযুদ্ধা সংসদ, ,উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগ,জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল,কৃষক দল, স্বেচ্ছাসেবক দল,সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি,পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সুন্দরবন জেলা বাস্তবায়ন কমিটি,রওশন আরা মহিলা কলেজ,সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেক,সেতারা আব্বাস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও পুষ্পস্তবক অর্পণ করে। উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর নির্মিত প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অপরদিকে দিবসটি উপলক্ষে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ,সকল শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক এ কর্মসূচি পালন করেছে।
দিবসটি উপলক্ষে বিকেল ৪.৩০ মিনিটে এসিলাহা পাইলট হাইস্কুল মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব শতবর্ষে উপলক্ষে দেশবাসিকে শপথ বাক্য পাঠ করান।







