মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ১নং ওয়ার্ড পৌরসভা, মোরেলগঞ্জ থানা মসজিদের সাবেক ইমাম হাফেজ আব্দুস সাত্তার সোমবার দিবাগত রাত ২ টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
তিনি প্রায় দীর্ঘ ৫০ বছর ধরে থানা মসজিদে ইমামতি করেছিলেন। গত কয়েক মাস পূর্বে তিনি ওই মসজিদ থেকে অবসর গ্রহন করেন। মরহুমের ১ স্ত্রী ৫ সন্ত্রান রেখে গেছেন।
সোমবার যোহর নামাজ আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা নামাজ শেষে নিজ গ্রামের বাড়ী বারইখালী সুতালড়ীর বাড়ীতে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।







