Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে খাদ্য বিভাগের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ – ২০২১-২২-এর শুভ উদ্ভোধন 

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা খাদ্য মনিটরিং ও খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য বিভাগের অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ ২০২১-২২ এর শুভ উদ্ভোধন করেন বাগেরহাট-৪-আসনের  সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন।
 শুক্রবার ১০ ডিসেম্বর  দুপুরের দিকে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাংগা এলাকায় উপজেলা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার  মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান মো.হুমায়ুন কবির মোল্লা,উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক এ্যাড.তাজিনুর রহমান পলাশ, স্হানীয় পৌর কাউন্সিলর মো.রেদোয়ান আহমেদ, উপজেলা মৎসজীবি লীগের সভাপতি মো.মুনসুর আলী হাওলাদার প্রমুখ।
আমন ধান সংগ্রহ উদ্ভোধনী অনুষ্ঠানে আলোচনায়- উপজেলা খাদ্য কর্মকর্তা মো.নাসির হোসেন ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মো.রফিকুল ইসলাম বলেন, মোরেলগঞ্জ খাদ্যগুদাম ব্যবহারের অনুপযোগী এবং খাল ভরে যাওয়ায় জাহাজের খাদ্য বিভাগের মালামাল  ওঠানামার সমস্যার কথা তুলে ধরলে স্থানীয়  সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস প্রদান করেন।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর