মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় খুলনা থেকে প্রকাশিত খুলনা টাইমস এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ৯ ডিসেম্বর বৃহাসপতিবার বেলা ২ টায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কাটা হয়।
দৈনিক খুলনা টাইমসের স্টাফ রিপোর্টার মেজবাহ ফাহাদ এর সভাপতিত্বে কেক কাটা অনুস্টানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা,জেলা পরিষদ সদস্য মাকসুদা আক্তার,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা শিক্ষা অফিসার মোঃজালাল উদ্দিন আহমেদ,।
এ সময়ে উপস্তিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক প্রবাহ প্রতিনিধি এইচ এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি শামীম আহসান মল্লিক,সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি জসিম উদ্দিন শাহীন,যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক দিনকাল প্রতিনিধি মল্লিক আবুল কালাম খোকন,কার্যনির্বাহী সদস্য দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোঃআবু সালেহ, সদস্য দৈনিক আমার বার্তা উপজেলা প্রতিনিধি এনায়েত করিম রাজীব, দৈনিক মত প্রকাশ উপজেলা প্রতিনিধি আরিফ তালুকদার প্রমুখ।
উল্লেখ্য গত ২০১৮ সালে ২ ডিসেম্বর দৈনিক খুলনা টাইমস পত্রিকার আত্মপ্রকাশ হয়।







