Saturday, December 6, 2025

মোরেলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মুকুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান মুকুলের (৫২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার  ৫ ডিসেম্বর  দুপুর  ১২ টার দিকে  তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি নিজ শয়নকক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

মশিউর রহমান মুকুল মোরেলগঞ্জ  বাজারের রাইসা ক্লিনিক ও রাইসা মটরস এর স্বত্ত্বাধিকারী ছিলেন। হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে অনেকে দাবি করেছেন। তার স্ত্রী, কলেজ পড়ুয়া এক পূত্র  ও এক কন্যা  রয়েছে।
তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হেলেনা  বেগম জানান, তার স্বামী মশিউর রহমান (মুকুল) করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে করোনা নেগেটিভ হলেও তার মানসিক সমস্যা শুরু হয়। সে  কারনেই আত্মহত্যা করেছেন।  এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবার বাহার চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর