Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে প্রয়াত শেখ রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মোরেলগঞ্জ ( বাগেরহাট ) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি প্রয়াত শেখ রাজিয়া নাসের এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা পরিষদের  সভা কক্ষে নির্বাহী অফিসার  মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ  থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এম এমদাদুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ,  উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ,উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসকবৃন্দ, হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর মোল্লা,দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.শামসুর রহমান মল্লিক,উপজেলা আওয়ামী লীগ নেতা মো. ইখতিয়ার হোসেন দিলাল, মো.শহীদুজ্জামান সাবু প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রায়াত রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর