বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি, আলোচনা সভা,ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
এ উপলক্ষে বৃহস্পতিবার ১১ নভেম্বর সকালে যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে মাল্যদান শেষে সকাল ১০ টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে যুবলীগের একটি বিশাল রেলি মোরেলগঞ্জের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় কাপুড়িয়া পট্রিতে এক আলোচনা সভা শেষে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলে মিলিত হয়ে কেক কাটা হয়।উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম এর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক এ্যাড.তাজিনুর রহমান পলাশ এর সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধরন সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামীগ সাধারণ সম্পাদক শেখ হারুন অর-রশীদ।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নব- নির্বাচিত খাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ উপজেেলা আহবায়ক মো.ইলিয়াছ হোসেন দুলালা,পৌর যুবলীগ আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম প্রমুখ। সভা শেষে ১৫ আগস্ট শাহাদাৎ বরনকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার ও যুবলীগের প্রতিষ্ঠাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।







