Saturday, December 6, 2025

মোরেলগঞ্জের  শেখ জাকির হোসেনের তরমুজ চাষে সফলতা

 

মো.মাহবুব আলম মোরেলগঞ্জ( বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জর পঞ্চকরণ ইউনিয়নের জাকির শেখ আধুনিক পদ্ধতিতে নতুন প্রজাতের বারোমাসি ইউনাইটেট মধুমালা(হলুদ), মেটেল সিট আরডব্লিউএস ০০৯(কালো) ব্লাকবেবি এবং এসর ৭৭৭ ( চাইনিজ) এতিন প্রজাতের তরমুজ উৎপাদন করে এখন গোটা বাগেরহাট জেলায় সাড়া জাগিয়েছেন।

সরেজমিনে পঞ্চকরণ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল দেবরাজ গ্রামে তিনি ৩ বছর ধরে চেষ্টা চালিয়ে সফল হয়েছেন। এসএসসি অবধি পড়া জাকির শেখ জীবীকার তাগিদে ১৯৯৭ সালে বাড়ির বাইরে চলে যান। শহরে গার্মেন্টস কর্মী হিসেব ১২ বছর চাকরির পর পুনরায়  ২০১১ সালে গ্রামে ফিরে আসেন।  বিকল্প  কিছু চিন্তা করে  প্রথমে নিজের এক একর জমিতে গলদা চিংড়ি ও সবজির চাষ করেন। পরে  তিনি বড়ই বাগান তৈরি করেন। ঘেরের ভেড়িতে লাউ সহ বিভিন্ন সবজির চাষ শুরু করেন।

কিন্তু গত চার বছর আগে ইউটিউব ঘেটে এবং উপজেলা কৃষি বিভাগের পরামর্শ  নিয়ে একই পরিশ্রমে বেশি লাভবান হতে  তিনি ঘেরে ভেড়িতে বারোমাসি মধুমালা, ব্লাকবেবি ও চাইনিজ জাতের উন্নত তরমুজ বীজ সংগ্রহ ও চাষ শুরু করেন। মাচা পদ্ধতিতে এ তরমুজ চাষে তিন সফল বলে জানিয়েছেন। পূর্বে একই জায়গায় একই পদ্ধতিতে তিনি বিভিন্ন সবজি চাষ করে যা আয় করতেন এখন তার তিনগুণ আয় করেন।  বারোমাসি এ তরমুজ বছরে  তিনবার চাষ করা হয়।  প্রতি ৩ মাসে এর একটি  চক্র শেষ হয়।

গেল বছর তিনি এ তরমুজ চাষ করে  অতিরিক্ত ২ লাখ টাকা আয় করেন। এ কাজে সহায়তা করার  জন্য  স্ত্রী ছাড়াও তার  ১০ হাজার টাকা বেতনে ২ জন কর্মী রয়েছে।  বর্তমানে দেড় একর জমিতে তিনি এ সমন্বিত চাষাবাদ পদ্বতি গ্রহণ করেছেন।  খরচ বাদে তিনি এ জমি থেকে বছরে ৫-৬ লাখ টাকা আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করেছেন।

এ গ্রামের মৃত. আব্দুল অহেদ শেখের ছেলে কৃষক জাকির শেখ (৪৫) চাষাবাদ ছাড়াও তিনি দেবরাজ ডিকে এম দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেনীর একজন কর্মচারি হিসেবে কর্মরত আছেন।

উপজেলার  উপ- সহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর সমাদ্দার বলেন, জাকির শেখ একজন উদ্যমী কৃষক। প্রথম চেষ্টায় সাম্প্রতিক ঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত  হয়েছিল সে। কিন্তু পরবর্তীতে আবারও আমাদের পরামর্শে সে সফলতা লাভ করেছে।উপজেলা কৃষি বিভাগ থেকে নতুন এবং বেশী লাভ অর্জনে উপযুক্ত চাষ এবং চাষীদের পরামর্শ  সেবায় আমরা সর্বদা তৎপর থেকে কাজ করছি। আমরা চাই দেশে এমন সম্ভাবনার দ্বার উত্তরোত্তর উন্মোচিত হোক।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর