Saturday, December 6, 2025

মণিরামপুরে গৃহবধূকে কুপিয়ে জখম, যুবলীগ নেতা আটক

মণিরামপুর প্রতিনিধি: ফরিদা খাতুন (২৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগে আব্বাস আলী নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সে উপজেলার হেলাঞ্চী গ্রামের মৃত আনছার আলী সরদারের ছেলে। আব্বাস আলী স্থানীয় খেদাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানাগেছে।

সোমবার সকালে আটকের পর ওই যুবলীগ নেতাকে পুলিশ আদালতে পাঠিয়েছে। ফরিদার স্বামী সুমন সরদার জানান, জমি-জমা নিয়ে আব্বাস আলীর সাথে বহুদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাত হলেই তার বাড়িতে ইটমারাসহ নানা ধরনের হুমকি-ধামকি দেওয়ায় মহিন সরদার (৩২), কাকলী বেগম (২৮) এবং শামছুর আলী সরদার (৫৫)-এর বিরুদ্ধে গত ২৩ সেপ্টেম্বর মনিরামপুর থানায় সাধারন ডায়েরী করা হয়। যার নম্বর-১০৩৬।

পরবর্তিতে গত ৩ অক্টোবর নন এফ.আই.আর প্রসিকিউশন করা হয়। যার নম্বর-৮৬ এবং স্মারক নম্বর-৪৩৯৮। এতে ক্ষিপ্ত হয়ে গত ৭ অক্টোবর আব্বাস আলী, শাহিনুর রহমানসহ কয়েকজন দা, লোহার রড নিয়ে বাড়িতে গিয়ে তার ওপর চড়াও হয়। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে মাথায় কোপাতে গেলে তিনি দৌড়ে প্রাণ রক্ষা করেন। তার স্ত্রী ফরিদা খাতুন এবং ছোট ভাই হাবিবুর রহমান এগিয়ে আসলে স্ত্রীর মাথায় এবং ছোট ভাই হাবিবুর রহমানের পায়ে দা দিয়ে কোপালে তারা মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তাদেরকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এসময় প্রতিবেশিরা এগিয়ে আসলে তারা সটকে পড়ে।

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সুমন আলী বাদি হয়ে গত ৯ অক্টোবর আব্বাস আলী সরদার, তার ভাই শাহিনুর রহমান, মহিন সরদার, শামছুর আলী সরদার ও কাকলী বেগমকে আসামী করে থানায় মামলা করা হয়। যার মামলা নম্বর-৯।
খেদাপাড়া ফাঁড়ি ইনচার্জ গোলাম রসুল জানান, এ ঘটনায় থানায় মামলার ১ নং আসামী আব্বাস আলীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর