যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া কলেজের পরিবেশ ও সৌন্দর্য বাড়াতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রমজান আলী। আজ দুপুরে তিনি ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কলেজ ক্যাম্পাসে ১০৮টি গাছের চারা রোপণ করেন। তার এ উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং কলেজ শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
প্রভাষক রমজান আলী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ যত সমৃদ্ধ হবে, শিক্ষার্থীদের মননশীলতাও তত বাড়বে। তাই কলেজ ক্যাম্পাসকে সবুজ ও মনোরম করে গড়ে তুলতেই তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতে আরও পরিমাণে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুমার কুন্ডু বলেন, রমজান আলী দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসে গাছ লাগিয়ে আসছেন। গাছ লাগানো যেন তার নেশা। কলেজের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় তার উদ্যোগ সত্যিই অনুকরণীয়।”
স্থানীয়রা বলছেন, কলেজের আধুনিক ও সুপরিকল্পিত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের ইতিবাচক উদ্যোগ বড় ভূমিকা রাখবে। গাছগুলো বড় হলে তা শুধু সৌন্দর্যই বাড়াবে না, বরং শিক্ষার্থীদের জন্য একটি সুস্বাস্থ্যসম্মত ও নির্মল পরিবেশ তৈরি করবে।
শামীম হোসেন







