Saturday, December 6, 2025

নড়াইলে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল: নড়াইলে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ অক্টোবর) নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্তরা হলেন—সাতক্ষীরার কালিগঞ্জ থানার ব্রজপাটলী গুচ্ছগ্রামের বাসিন্দা আনসার গাজীর ছেলে জাহাঙ্গীর আলম ও হায়াত গাজীর ছেলে আব্দুল হাকিম গাজী। তারা পলাতক রয়েছেন।মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৭ আগস্ট নড়াইল-যশোর সড়কের সদর উপজেলা আবাদ মোড়ে ইঞ্জিনচালিত আলমসাধুতে বিশেষ কায়দায় লুকানো এক হাজার ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ মামলায় নয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩ (খ) ধারায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।এ ছাড়া জব্দকৃত ফেনসিডিল ধ্বংস এবং আলম সাধুটি নিলামে বিক্রির মাধ্যমে বিক্রয়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন আদালত। আসামিদের গ্রেফতারের পর থেকে সাজা কার্যকর করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর