সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতনিধিঃ আজ শনিবার (২ অক্টোবর) চিত্রা নদীতে গ্রাম বাংলার অন্যতম লোকউৎসব “বিশ্ব পযটন দিবস এসএম সুলতান নৌকা বাইচ” প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতায় ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ৬টি জেলার ১৪টি নৌকা ও দল নৌকা বাইচে অংশগ্রহন করবে। আজ দুপুর ২টায় শহরের চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে সুলতান সেতু পর্যন্ত আড়াই কিলো মিটার এ নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, এমপি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিযোগিতায় পাবনার সুজানগর, ফরিদপুরের বোয়ালমারি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মকসেদপুর, ঝিনাইদহ, মাগুরা, খুলনা ও নড়াইলের ১৪টি দল এ নৌকা বাইচে অংশগ্রহন করছে। এর মধ্যে কালাই (বড়ো গলই) গ্রুপে ৮টি এবং টালাই (ছোট গলই) গ্রুপে ৬টি মোট ১৪টি নৌকা অংশ নিচ্ছে। এছাড়া মহিলাদের ১টি বাইচের নৌকা থাকবে। মহিলাদের এ নৌকাটি সৌজন্যমূলকভাবে বাইচে অংশগ্রহন করবেন। নড়াইল ছাড়াও আশপাশের জেলা থেকে হাজার হাজার মানুষ নদীর দু’পাড় এমনকি বাড়ির ছাঁদ ও গাছে উঠে, নদীতে নৌকা ও ট্রলারে চড়ে বিভিন্ন বাদ্যযন্ত্র বাঁজিয়ে এ বাইচ উপভোগ করবেন। আয়োজকদের পক্ষ থেকে চিত্রা নদীতে শারিগানের দল থাকবে। তারা নেচে-গেয়ে দর্শকদের বাড়তি আনন্দ ও বাইচে অংশগ্রহণকারীদের উৎসাহ দিবে।







