Saturday, December 6, 2025

‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক সভা হলো মাইজপাড়া বালিকা বিদ্যালয়ে

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতনিধিঃ নড়াইল সদর উপজেলার মাইজপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা তথ্য অফিস আজ (৩০ সেপ্টেম্বর) ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ১১ টায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. সায়েদুর রহমান, ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু । অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করেন জেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গ্রুপ কমান্ডার জনাব মোঃ সাইফুর রহমান হিলু ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ ইব্রাহিম-আল-মামুন ৷ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা তাঁদের মুক্তিযুদ্ধের সময়কার অভিজ্ঞতা উপস্থিত শিক্ষার্থীদের সবিস্তারে তুলে ধরেন। মুক্তিযুদ্ধের চেতনা সবসময় হৃদয়ে ধারণ করে দেশ গড়ার জন্য উপস্থিত শিক্ষার্থীদের আহবান জানান। বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ নির্মাণের বুনিয়াদ ৷
তাদের কাঁধের ওপর দাঁড়িয়ে থাকবে উন্নত বাংলাদেশ ৷ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে ৷ আর এ জন্য পড়া ও চিন্তার বিকল্প নেই ৷ সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান বক্তারা ৷ তাঁরা বলেন, আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে আজকের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে বাংলাদেশ পরিণত হবে অনুসরণীয় রাষ্ট্রে ৷
বাংলাদেশ বিশ্বের মাঝে শক্তিশালী রাষ্ট্রে রূপ লাভ করবে মুক্তিযুদ্ধের চেতনায় পুষ্ট হয়ে ৷ এছাড়া বক্তারা করোনাকালীন মাস্ক পরিধান করে বিদ্যালয়ে আগমন, আসন্ন পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতন থাকার জন্য পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় ৷
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের লিখিত বই পুরস্কার হিসেবে তুলে দেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা ৷
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর