Saturday, December 6, 2025

শনিবার নড়াইলে “বিশ্ব পর্যটন দিবস এসএম সুলতান নৌকা বাইচ”

 সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতনিধিঃ নড়াইলে শনিবার (২ অক্টোবর) চিত্রা নদীতে গ্রাম বাংলার অন্যতম লোকউৎসব “বিশ্ব পযটন দিবস এসএম সুলতান নৌকা বাইচ” প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ৬টি জেলার ১৪টি নৌকা ও দল এ নৌকা বাইচে অংশগ্রহন করবে। শনিবার দুপুর ২টায় শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে সুলতান সেতু পর্যন্ত আড়াই কিলো মিটার এ বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার উদ্বোধন করবেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, এমপি। বিশ্ব পর্যটন দিবস-২০২১ পালন উপলক্ষে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল আলম, বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, অধ্যাপক মলয় নন্দী প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিযোগিতায় পাবনার সুজানগর, ফরিদপুরের বোয়ালমারি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মকসেদপুর, ঝিনাইদহ, মাগুরা, খুলনা ও নড়াইলের ১৪টি দল এ নৌকা বাইচে অংশগ্রহন করবে। এর মধ্যে কালাই (বড়ো গলই) গ্রুপে ৮টি এবং টালাই (ছোট গলই) গ্রুপে ৬টি মোট ১৪টি নৌকা অংশ গ্রহন করবে।
এছাড়া মহিলাদের ১টি বাইচের নৌকা থাকবে। মহিলাদেও এ নৌকাটি সৌজন্যমূলকভাবে বাইচে অংশগ্রহন করবেন। নড়াইল ছাড়াও আশপাশের জেলা থেকে অর্ধ লক্ষ মানুষ নদীর দু’পাড় এমনকি বাড়ির ছাঁদ ও গাছে উঠে, নদীতে নৌকা ও ট্রলারে চড়ে বিভিন্ন বাদ্যযন্ত্র বাঁজিয়ে এ বাইচ উপভোগ করবেন।
আয়োজকদের পক্ষ থেকে চিত্রা নদীতে শারিগানের দল থাকবে। তারা নেচে-গেয়ে দর্শকদের বাড়তি আনন্দ ও বাইচে অংশগ্রহণকারীদের উৎসাহ দিবে।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর