সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতনিধিঃ নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ক্রিকেট খেলোয়াড় এবং বিশিষ্ট সমাজসেবক আবিদুর রহমান লিকু (৪৬) ইন্তেকাল করেছেন।
বুধবার বেলা ১১টার দিকে নড়াইল শহরের মহিষখোলাস্থ নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন।
লিকু দীর্ঘ ৩ বছর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন পরিচালিত ক্রিকেট বিভাগের দায়িত্বে ছিলেন। বিশিষ্ট এই ক্রীড়া ব্যক্তিত্বের অকাল মৃত্যুতে নড়াইল শহরে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে নড়াইল-২ আসনের এমপি জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, আজ এশার নামাজের পর নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আবিদুর রহমান লিকুর নামাজে জানাজা শেষে নড়াইল পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে







