সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতনিধিঃ “জলাতঙ্কঃ ভয় নয়, সচেতনতায় জয়” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিভিন্ন আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগ এবং জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিসিডি, স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টায় নড়াইল সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে অফিস সংলগ্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার।
এসময় নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মশিউর রহমান বাবু, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা মোঃ ফোরকান আলী, স্বাস্থ্য সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তা, কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।







