Saturday, December 6, 2025

নড়াইলে জেলা আ’লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

 সৈয়দ নাইমুর রহমান ফরিোজ, নড়াইল প্রতনিধিঃ নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা ও কেককেটে জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এড. সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, জেলা আওয়ামীলীগের নেতা বীরমুক্তিযোদ্ধা খন্দকার মাসুদ হাসান, এড. আলমগীর সিদ্দিকী, এড.সরদার মাহাবুব, বিপ্লব বিশ্বাস বিলো, সিকদার জাহাঙ্গীর আলম, আশিষ কুমার বিশ্বাস, শেখ সালাউদ্দিন নান্না, সৈয়দ শরিফুল ইসলাম, মাসুদ সিকদার, খোকন কুমার সাহা, অহেদুজ্জামান ইকবালসহ দলীয় নেতৃবৃন্দ।
এসময় জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীগসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা পৌর কার্যালয়ে ৭৫ পাউন্ড ওজনের কেক কেটে এবং নড়াইল জেলা ছাত্রলীগ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে আনন্দ র‌্যালি, কেককাটা, আলোচনা সভা, বৃক্ষ রোপন, এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরন করে দিনটি পালন করে।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর