Saturday, December 6, 2025

আসন্ন লোহাগড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা নির্বাচনী প্রচারনায়

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: আসন্ন লোহাগড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারনায় মাঠে নেমে পড়েছেন। নির্বাচনের তারিখ ঘষোনা না হলেও সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে দোয়া,সমর্থন ও ভোট প্রাথনা করছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সম্ভাব্য প্রার্থীরা গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। লোহাগড়া পৌর নির্বাচনকে সামনে রেখে লোহাগড়া উপজেলা আ‘লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র আশরাফুল আলম দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর লোহাগড়া বাজার ও লক্ষীপাশার বিভিন্ন পাড়া-মহল্লায় ভোরদের সাথে মতবিনিময় করছেন। মতবিনিময়ের সময়ে বর্তমান মেয়র আশরাফুল আলম বলেন,লোহাগড়ার মানুষ আমাঈক ভালবেসে বিগত আমলে মেয়র নির্বাচিত করেছেন ।আমি সেই সকল ভোটারদের কাছে চির কৃতজ্ঞ। আামি আমার নির্বাচনী প্রতিশ্রুতি শতভাগ পালন করার সর্ব্বোচ্চ চেষ্টা করেছি। আমি আবার সুযোগ পেলে লোহাগড়া পৌরসভার উন্নয়ন অব্যাহত রেখে অসমাপ্ত কাজ সম্পুর্ন করবো ইনশাআল্লাহ। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর