Saturday, December 6, 2025

ব্যাটিংয়ে নামা হলো না তামিমের

দারুণ বোলিংয়ে পোখরা রাইনোসকে চেপে ধরেছিল ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্স। এভারেস্ট প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে বাঁহাতি ওপেনারকে নিয়ে মাঠে নেমেছিল তারা। কিন্তু দুই মাসেরও বেশি সময় পর ব্যাট হাতে ৩২ বছর বয়সী বাংলাদেশি তারকাকে দেখা যায়নি। কারণ বৃষ্টিতে ম্যাচের ফল হয়নি।

২০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে ব্যাট হাতে দেখা যায় তামিমকে। হাঁটুর চোট নিয়ে ওই সফরের টি-২০ সিরিজ খেলা হয়নি। খেলেননি দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড টি-২০ সিরিজেও। নিজের ফিটনেস নিয়ে শঙ্কার কারণে আসন্ন টি-২০ বিশ্বকাপের দল থেকেও নাম প্রত্যাহার করে নেন তামিম। বিসিবি চিকিৎস দেবাশীষ চৌধুরী জানান, পুনর্বাসনের অংশ হিসেবে এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে নেপালে গেছেন তিনি। কিন্তু সুযোগই পেলেন না প্রতিকূল আবহাওয়ার কারণে।

নেপালের কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডের এই ম্যাচে টস হেরে ফিল্ডিং পায় তামিমদের দল। দুর্গেশ গুপ্তার বোলিংয়ে পাওয়ার প্লের ছয় ওভারে ২৯ রানে পাঁচ উইকেট হারায় পোখারা। ৫৭ রানেই সাত উইকেট হারায় দলটি। বৃষ্টি নামার আগে আর কোনো উইকেট হারায়নি পোখারা। ১০.১ ওভারে সাত উইকেটে ৬৫ রান সংগ্রহের পর বৃষ্টি ব্যাঘাত ঘটায়। পরে আর একটি বলও মাঠে গড়ায়নি।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর