সৈয়দ নাইমুর রহমান ফরিোজ, নড়াইল প্রতনিধিঃ নড়াইলে চাঞ্চল্যকর লিয়াকত হত্যা মামলার প্রধান আসামি আউড়িয়া ইউপি চেয়ারম্যান ও আ’লীগ পলাশ মোল্যার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) তুষার কুমার মন্ডল গত বুধবার আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আজ (বৃহস্পতিবার) সদরের আমলী আদালতে রিমান্ড শুনানীঅন্তে বিচারক মোঃ হেলাল উদ্দিন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে এ রিমান্ড কার্যকর হবে। পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল শহর সংলগ্ন সীমাখালী গ্রামের বাসিন্দা বাস চালক লিয়াকত সিকদার হত্যা মামলার প্রধান আসামি সদরের আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আউড়িয়া ৩নং ওয়ার্ড আ’লীগ সভাপতি সীমাখালী গ্রামের পলাশ মোল্যা, রুবেল শেখ ও গোপী নাথকে গত সোমবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি মতে চেয়ারম্যান পলাশের বাড়ির পাশের একটি ডোবা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দু’টি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। এর আগে এ মামলার অপর আসামি সীমাখালী গ্রামের নাসিম সিকদারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, নাসিম, রুবেল ও গোপী হত্যাকান্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। মামলার বাদি নিহতের স্ত্রী আসমা খাতুন জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামী লিয়াকত সিকদারকে ২৮ আগস্ট হত্যা করে আসামিরা। এ হত্যাকান্ডে জ্ঞাত ১৭জন ও অজ্ঞাত ৪-৫জনকে আসামি করা হয়।
নড়াইলে লিয়াকত হত্যা মামলায় চেয়ারম্যান পলাশের ৩ দিনের রিমান্ড

আরো পড়ুন






