টি-২০ বিশ্বকাপ খেলতে আগামী ৪ সেপ্টেম্বর ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। আসরটিতে অংশ নেওয়া প্রত্যেক দলকে ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, তবে কোভিডের দুই ডোজ টিকা নেওয়ার কারণে সাকিব-মাহমুদউল্লাহদের এক দিনের কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে। বিশ্বকাপে অংশ নিতে ১৫ সদস্যের স্কোয়াড ও দুইজন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে প্রথমে ওমানে পৌঁছাবে বাংলাদেশ দল। টিকা ছাড়াও ওমানে পৌঁঁছানোর পর কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে তাদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছেন, সেখানে ২৪ ঘন্টার একটি কোয়ারেন্টাইন পর্ব পেরোতে হতে পারে মাহমুদউল্লাহদের। দেবাশীষ চৌধুরি বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য আছে, তাতে করোনা নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে যেতে হবে, সবাইকে ভ্যাকসিন নিতে হবে। এরপর ওখানে আমরা যতটুকু জানি ২৪ ঘন্টার একটা কোয়ারেন্টাইন প্রিরিয়ডের কথা বলা আছে।
বাংলাদেশ দল ওমানে কোয়ারেন্টাইন পর্ব শেষ করার পরই অনুশীলনে নামবে। সেখানে তারা সপ্তাহখানেক নিজেদের খরচে ক্যাম্প করে আইসিসি’র তত্ত্বাবধানে ঢুকে যাবে। এর মাঝে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুইটি ওয়ার্ম আপ অফিসিয়াল ম্যাচ খেলতে যেতে হবে আমিরাতে। ১৪ অক্টোবর খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং অন্য ম্যাচটি শ্রীলংকার বিপক্ষে। পরে আবার ফিরতে হবে ওমানে। সেখানেই শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।
অনলাইন ডেস্ক







