সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া পৌরসভার আয়োজনে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। লোহাগড়া পৌরসভার আয়োজনে এলজিএসপি-৩ প্রকল্পের আর্থিক সহযোগিতায় গতকাল (২১ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া-লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ৫০ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। লোহাগড়া পৌর মেয়র মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন, প্রধান শিক্ষক কে, এম রেজাউল ইসলাম, পৌর সচিব মোঃ তফিকুল আলম, উপ সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়া, মোঃ আনিসুর রহমান, বিশ্বনাথ দাস ভুন্ডুল প্রমুখ। এসময় সাধারন মানুষসহ বিভিন্ন গনমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
লোহাগড়া পৌরসভা কর্তৃক ৫০ জন দরিদ্র শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান

আরো পড়ুন






