Saturday, December 6, 2025

দুর্গোৎসব উপলক্ষে নড়াগাতি পুলিশের আয়োজনে মতবিনিময় সভা

 সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আজ (২১ সেপ্টেম্বর) সকালে জেলার নড়াগাতী থানার দেবদুন গ্রামের শ্রী শ্রী পাগল ঠাকুরের আশ্রম সার্বজনীন পূঁজা মন্দিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোছাঃ রোকসানা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম। মতবিনিময় সভায় নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোছাঃ রোকসানা খাতুন তার বক্তব্যে বলেন, “ধর্ম যার যার উৎসব সবার”। এ উৎসব সফল করে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। নড়াগাতীর সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গোৎসব বর্ণিল ও আনন্দঘন পরিবেশে পালন করার জন্য তিনি আহ্বান জানান। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, নড়াগাতিতে অতীতের মতোই শারদীয় দুর্গোৎসব পালিত হবে, কোনো অপশক্তি আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সতর্ক রয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে নড়াইল জেলা তথা নড়াগাতি থানা পুলিশ সদস্যদেরকে সব সময় সতর্ক থাকার নির্দেশ দেন। এ সময় তিনি নিরাপত্তা নিশ্চিতে পুলিশের নানা পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি বরাবরের মতো পুলিশকে সহযোগিতা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে সমাজের সকলের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য যে, এবার নড়াগাতি থানা এলাকায় ৬০টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। মতবিনিময় সভায় নড়াগাতি থানার বিভিন্ন পূঁজা মন্ডপের আয়োজনকারী কমিটির সভাপতি, সম্পাদক, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর