সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলার লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতানকে বিএনপির সকল পদ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টিপু সুলতানকে উপজেলা বিএনপির সদস্য সচিব পদসহ সকল দলীয় পদ থেকে কেন্দ্রীয়ভাবে বহিস্কারের কথা স্বীকার করে লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম বলেন, এরপুর্বেও একবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় বিএনপি টিপু সুলতানকে বহিস্কার করেছিল। নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতানকে বহিস্কার আদেশের অনুলিপির পাওয়ার বিষয়টি অবগত আছেন বলে জানিয়েছেন।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে লোহাগড়া বিএনপি’র সদস্য সচিব টিপু সুলতান বহিস্কার

আরো পড়ুন






