সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আজ (২০ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ওসি) সুকান্ত সাহার নেতৃত্বে এস আই সঞ্জীব ঘোষসহ একটি দল লোহাগড়া থানার নোয়াপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে একই গ্রামের মোঃ মনিরুজ্জামান শেখের ছেলে মাদক ব্যবসায়ী মো: সিরাজুল ইসলাম ওরফে পল্লব (২৫)কে তার নিজ বাড়ি থেকে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রফতার করেছেন। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় , নড়াইল জেলার পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) নড়াইল জেলা থেকে মাদককে জিরো টলারেন্সে আনার জন্য নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় নড়াইল ডিবি পুলিশ মাদককে নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মাদক কারবারী আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় প্রেরণ করা হয়েছে। নড়াইল ডিবি পুলিশ ও জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে ।







