Saturday, December 6, 2025

নড়াইলে ঘরে আগুন দেওয়া মামলায় ৬ ভাইয়ের কারাদন্ড

 সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বসত ঘরে আগুন দেওয়ার ঘটনায় ৬ ভাইকে ৫ বছর ৪ মাস সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জাহিদ মোল্লার ৬ পুত্র রাসেল মোল্যা, জুয়েল মোল্যা, মিন্টু মোল্যা, রুবেল মোল্যা, সুমন মোল্যা ও আরিফুল মোল্যা । নড়াইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এ রায় প্রদান করেন। মামলার বিবরনে জানা গেছে, ২০১৮ সালের ২১ নভেম্বর রাত ১টার দিকে সদরের রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মোতালেব ভূইয়ার পুত্র শফিকুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। এসময় গোপনে প্রতিবেশী আসামিরা পেট্রোল দিয়ে শফিকুলের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় শফিকুলের ঘরে থাকা ১টি মটরসাইকেল, বাইসাইকেল, ৩০ মন ধানসহ সাড়ে চার লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়। বাদীপক্ষের মামলা সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামীদের দন্ডবিধির বিভিন্ন ধারায় প্রত্যেককে ৫ বছর ৪ মাস সশ্রম কারাদন্ডাদেশ এবং আর্থিক জরিমানা প্রদান করেন। আসামীদেরকে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। মামলায় বাদীপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি সরদার মাহাবুব এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট নিয়াজ মাহামুদ তুহিন।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর