সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নতুন শিল্প-প্রতিষ্ঠান বা ব্যবসা শুরু করা এবং তা দক্ষতার সাথে পরিচালনার লক্ষ্যে নড়াইলে ৫দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ (১২ সেপ্টেম্বর) নড়াইল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় বিসিক, নড়াইল জেলা কার্যালয় আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিসিক নড়াইল জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ বিসিক নড়াইল জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নড়াইলে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন এবং সম্প্রসারণের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাগণ তাঁদের প্রতিষ্ঠানের বিপণন, উৎপাদন, সংগঠন ও আর্থিক বিষয়সমূহ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাস্তব জ্ঞানার্জন করবেন। প্রশিক্ষণে ২৫জন তরুণ উদ্যোক্তা অংশগ্রহন করছেন।
নড়াইলে ৫দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

আরো পড়ুন






