Saturday, December 6, 2025

নড়াইলে ৩০টি স্বেচ্ছাসেবি মহিলা সংগঠন পেল ৯ লাখ ৬০ হাজার টাকা

 সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৯ লাখ ৬০ হাজার টাকার চেক পেল ৩০টি স্বেচ্ছাসেবি মহিলা সংগঠন। আজ (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নড়াইল মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের উদ্যোগে ২০২০-২০২১ অর্থবছরে বিভিন্ন স্বেচ্ছাসেবি মহিলা সংগঠনের মাঝে এ অনুদানের চেক বিতরন করা হয়। অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক হাবিবুর রহমান এসব সংগঠনের প্রতিনিধিদের মাঝে এসব চেক বিতরণ করেন। এর আগে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, চেকপ্রাপ্ত স্বেচ্ছাসেবি মহিলা সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর